জুরাছড়ি উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে ম্যালেরিয়া প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা,দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, এসআই মোঃমোরশেদ আলম, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা উপস্থিত ছিলেন।
ম্যালেরিয়া রোধে করণীয় ও বর্তমান অবস্থা প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টশন করেন ব্র্যাক ম্যানেজার তপন চাকমা।