কাপ্তাই উপজেলার শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক ক্লাস পার্টির আয়োজন করা হয়।
শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি সদস্য ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ সরোয়ার হোসেন।
শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আয়েশা বেগম, সদস্য আনোয়ারা বেগম,আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, অসীম বিশ্বাস ও নাইচিং মারমা।
বিদ্যালয়ের বিদায়ী ছাত্র ছাত্রীদের বক্তব্য দেন ৫ম শ্রেণির ছাত্র রিয়াদুল হক ও নিলাউ মারমা।
এসময় অতিথিরা বলেন, একজন আদর্শ ছাত্র একটি আগামী সুন্দর বাংলাদেশ বির্নামাণ করতে পারে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন ঝুুলন দত্ত, অর্নব মল্লিক ও বাসুদেব মল্লিক।