“নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ০৬ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা প্রমুখ্য।
সভায় বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ তৈরিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আরো তৎপরতা বাড়ালে আমরা কাঙ্খিত সাফল্যে পৌঁছাতে পারবো।
এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আরো কার্যকর করতে প্রতিটি ইউনিয়নে ক্যাম্পেইন করা হবে