জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর আওতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে স্কুল মিলনায়তনে এই তথ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী এই তথ্য চিত্র উপভোগ করেন।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, গণযোগাযোগ অধিদপ্তরের মাসব্যাপী জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা প্রচারের অংশ হিসাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বীর চট্রলা,জুলাই অনির্বাণ,গণমুক্তি অনিবার্য, একটি স্বপ্নের জন্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।