মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পার্বত্য জেলাগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চান ইসি কর্মকর্তারা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
নভেম্বর ৭, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের পার্বত্যাঞ্চলের (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি) তিন জেলায় ভোটের প্রয়োজনীয় উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছেন নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা। এসব জেলার অন্তত ৩৩টি কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য এই হেলিকপ্টার প্রয়োজন বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।

সোমবার (৬ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

সম্প্রতি ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তিন পার্বত্য জেলার কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনী কাজের জন্য কতটি হেলিকপ্টার প্রয়োজন।

পরবর্তী সময়ে তিন জেলার নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটের মালামাল পাঠাতে তিন পার্বত্য জেলার অন্তত ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন। এর মধ্যে রয়েছে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙামাটি জেলায় ১৮টি ভোটকেন্দ্র। ফলে জাতীয় নির্বাচনের আগেই পার্বত্য জেলার এসব কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো ও ভোট গ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা এবং ভোট অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে রবিবার খবরের কাগজকে জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি।

তফসিল ঘোষণার আগে আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের দেখা করার কথা রয়েছে। এদিকে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির নির্বাচনী ম্যানুয়াল তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।

এরই মধ্যে আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, সারা দেশে এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে নতুন ভোটার রয়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ আর নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

দৈনিক খবরের কাগজ 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: