শনিবার, মার্চ ২৫News That Matters

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

শেয়ার করুন:

 

কাউখালী উপজেলার বেতবুনিয়া নবনিমিত মাষ্টার ঘোনা শালবনবিহারের উৎসর্গ বুদ্বমুর্তি জীবন্যাস উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠান শুক্রবার বিহার প্রাংগনে সম্পন্ন করা হয়।

বুদ্ধ মুর্তি জীবন্যাস উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবুনিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ শীলরক্ষি মহাথের। ধর্মীয় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার অধ্যক্ষ মহাসংঘ নায়ক ভদন্ত পামোক্ষা মহাথের। অনুষ্ঠানে প্রধান পুন্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী ( চৌচামং), বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ক্যাসিংমং মারমা, যুবলীগ উপজেলা শাখার সভাপতি অভিমং চৌধরী, রকি মেম্বার, বিহার পরিচালনা কমিটির সভাপতি খিলোঅং মারমা, বিহারের সাধারণ সম্পাদক ক্যাহ্লাচিং মারমা, বিহার উপদেষ্টা পাইচিংমং মারমা, প্রফেসর বিপন চাকমা, ডাঃ অংহ্লা প্রু, প্রবিন ব্যাক্তি ক্যাথোয়াই প্রু মাষ্টার, বিধু দাশ সহ বেতবুনিয়া এবং কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত বৌদ্ধ ধর্মালম্বী অনুসারী দায়ক দায়িকা গন।

পরে আলোচনা সভা শেষে ধর্মীয় দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতবুনিয়া মধ্যম মনাই পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমেদানন্দ মহাথের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *