কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ অভিযান চলাকালে অবৈধ পার্কিং ও অভারলোড এর অভিযোগে সিএনজি ও পিকআপক ভ্যানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঈদগাঁও থানা পুলিশ, ট্রাফিক পুলিশের টিআই সাইফুল ইসলাম, সার্জেন্ট শান্তময়সহ আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঈদগাঁও বাস-স্টেশনের বিভিন্ন দোকানদারকে ফুটপাত দখল উচ্ছেদ, বাস কাউন্টারকে মহাসড়কের উপর গাড়ি পার্কিং বিষয়ে সতর্ক, তাছাড়াও সিএনজি, মাইক্রোবাস, টমটম, লাইন সার্ভিসকে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করার নির্দেশনা দেয়া হয়।