খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) মাইসছড়ি বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকাল থেকেই কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি কখনো ভুলবে না। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ এই কোরআন খতম, দোয়া ও কুলখানির আয়োজন করেছি। একই সঙ্গে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি।


















