সড়ক দুর্ঘটনায় অকালে খোরশেদ আলম জনির প্রাণ কেড়ে নিল মোটরসাইকেলে। রোববার বিকাল ১১টার সময় রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনাল ডলফিন কাউন্টারের সামনে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম জনি নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্ত খনন দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম প্রেরণ করে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে তিনি (ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর।
জানা গেছে, জেলা বিএনপির সহ-সভাপতি ও তবলছড়ি বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জহির আহমেদ এর একমাত্র ছেলে নিহত খোরশেদ আলম জনি। তার এঅকাল মৃত্যু বরণ যেন, নিমিষেই হারিয়ে গেছে তার নাবালক শিশু ২টির বাবা ডাকার নাম। তার রেখে যাওয়া স্ত্রী ও ২ সন্তান চিরতরে অসহায় হয়ে পড়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহেদ উদ্দিন বলেন, শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন ডলফিন কাউন্টারের সামনে একটি সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম জনি গুরুতর আহত হয়ে পরে মৃত্যুবরণ করে।