খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েকদিনের বন্যায় বিভিন্ন এলাকার মানুষের পানি বাহিত রোগ দেখা দিয়েছে বলে জানা যায়। তৃণমূল পর্যায়ের এ মানুষদের চিকিৎসা সেবার কথা চিন্তা করে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের বেবি-টাইগার্স।
৩০ আগস্ট (শুক্রবার) সকাল থেকে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঁচ শতাধিক বিভিন্ন বয়সী মানুষের মাঝে এ মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. একে এম শাহরিয়ার কবির, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম। মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক।