নিজস্ব প্রতিবেদক, পাহাড়ের খবর।
হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ সাব্বিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে জামিন চেয়ে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হলে তা নামঞ্জুর করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরসহ কয়েক জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।
মামলার এজাহারে বাদী মোস্তাফিজ অভিযোগ করেন-
তার সাবেক স্ত্রী মনিকা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় ২০২১ সালের ২৯ জুলাই রাতে শহরের রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে তাকে (মোস্তাফিজ) হত্যার জন্য অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে সাব্বির ও মনিকাসহ তাদের ক্যাডাররা। পরে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে হামলাকারীদের আসামি করে মামলা করেন মোস্তাফিজ।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী দুলাল সরকার জানান, ওই মামলার আসামি সাব্বির আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। পরে জামিন নামঞ্জুর করে আসামি সাব্বিরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।