রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির সমাপনী অনুষ্ঠান এবং পঞ্চম শ্রেণি–২০২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক যুথী মারমার সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ একরাম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সততার সঙ্গে বড় হতে হবে এবং অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে। জীবনের প্রতিটি ধাপে পরিশ্রম ও শৃঙ্খলাই সফলতার চাবিকাঠি—এ কথা মনে রেখে এগিয়ে যেতে হবে। শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের জীবন যেমন গড়ে ওঠে, তেমনি একটি উন্নত সমাজ ও দেশ গঠনে তোমাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এসময় পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের আগামীর পথচলায় সফলতার কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সুমন, মোঃ মাসুদ আলম, শিক্ষক প্রতিনিধি ফাতেমা জামান চৌধুরী, সহকারী শিক্ষক ঈশ্বরচন্দ্র তনচংগ্যা, সুলতানা বেগম, সুদীপ্তা চাকমা, শিউলিকা তনচংগ্যা, সাদিয়া শারমিন এনি, তানিয়া সুলতানা মিলি, জান্নাতুল ফেরদৌস, ম্রাসিংনু মারমাসহ অভিভাবক ও স্থানীয় সুধীজন। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দমুখর অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


















