বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের তত্ত চাকমার এক মাত্র ছেলে সুখেন চাকমা সাপের কামড়ে মৃত্যু বরন করেছে।
৪ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয় । পরে স্হানীয় কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে চিকিৎসা করা হলেও কোন সুফল হয়নি।
৬ আগষ্ট শনিবার রাত ২ টার সময়ে তার মৃত্যু হয়। স্থায়ীয় কার্বারী বিশ্ব মুনি চাকমা বলেন সুখেন চাকমাকে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা হতো না ।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন বিষয়টি খুবই দুঃখ জনক, সচেতনতার অভাবে অকালে ছেলেটা মারা গেছেন।
এদিকে পরিবারের এক মাত্র সন্তান সুখেন চাকমার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন এই ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতা মূলক প্রচারনা চালানো হবে যাহাতে আগামীতে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে।