“অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে” সারাদেশে ন্যায় বান্দরবান জেলায় আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বছর জেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩১৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার ( ০৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান বান্দরবান সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান।
সিভিল সার্জন জানান, এবারে বান্দরবানের ০৭ উপজেলার ৩০ টি ইউনিয়ন আর ২টি পৌরসভায় একযোগে ৮৩১টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে। এবং বান্দরবান জেলার ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) থোয়াই অংসিং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।