বন বিভাগ রাঙামাটি অঞ্চলের র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বন ভবনের সামনে থেকে বিশাল র্যালি বের হয়ে শহরের ব্যস্ততম বনরুপাস্থ কাঁচা বাজার ঘুরে সমতা ঘাট ঘুরে এসে ফের বন বিভাগের বভনের সামনে গিয়ে শেষ করা হয়।
বন বিভাগ রাঙামাটি অঞ্চল কর্তৃক আয়োজিত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য (পাচার, ধরা, মারা, বিক্রয় ও বিপণন প্রতিরোধ) পথসভা ও র্যালির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তবিবুর রহমান সহকারী বন সংরক্ষক ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, গঙ্গাপ্রসাদ চাকমা সহকারী বন সংরক্ষক পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ, আবু বক্কর সিদ্দিক সরকারি বন সংরক্ষক ইউএসএ বন বিভাগ, শ্যামল কুমার মিত্র সহকারী বন সংরক্ষক পার্বত্য চট্টগ্রাম উত্তরবন বিভাগ, মোঃ মাসুম সরকারি কোন সংরক্ষক পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, বন বিভাগ ঝুম নিয়ন্ত্রণ রেঞ্জার মোঃ মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ সিরাজ, এহিয়া হোসেন, খন্দকার মাহমুদুল হক মুরাদসহ আরো অনেকে।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ উত্তর বন বিভাগ ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ ও ইউএসএফ বন বিভাগ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।