রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চৌমুহনী দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দিনসহ উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে গণতন্ত্রের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হবে।
অনুষ্ঠানের সমাপনীতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ এবং কৃষকদলের নেতাকর্মীদের সুস্থতা ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।


















