সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উনার বিদেহী আত্মার শান্তি কামনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত দেবাশীষ চক্রবর্তী।
এসময় প্রার্থনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রার্থনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী হিন্দু ছাত্র ফোরাম রাঙামাটির জেলার সাধারণ সম্পাদক, জেলা পুজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক ও কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল,
কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দিরের কার্যকরী সভাপতি রতন মল্লিক, উর্ধ্বতন সভাপতি দীপু রঞ্জন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিপু রঞ্জন মল্লিক।


















