সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন রামগড় উপজেলার থলিবাড়ি এলাকা থেকে ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের সেনা সদস্যরা। পরে জব্দকৃত এসব কাঠ জালিয়াপাড়া বন বিভাগে নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র থেকে জানা যায়, অবৈধ কাঠ পাচার রোধে সেনা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে বন বিভাগ ও প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির কাঠ এবং ইট ভাটায়পোড়ানোর জন্য লাকড়ি পাচার করে আসছে। তাদের দৌরাত্ব কমাতে এবং বনজ সম্পদ রক্ষার্থে সেনা বাহিনীর এমন অভিযান পরিচালিত হচ্ছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।