বান্দরবানের থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার সময় নৌকাডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এঘটনা ঘটে।
নিখোঁজ’রা হলেন- বাসলংবে খুমী (৪৫), লংরে খুমি (মহিলা) ২১ ও চয়অং ছাই খুমি (৩০)। তারা সবাই রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকালে বাড়ি ফেরার পথে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিয়ে ৩ জন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ার ফলে আগামীকাল ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।