জুরাছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বরণ ও সাবেক চেয়ারম্যান বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাঙামাটি জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনাজোনের ক্যাপ্টেন কাজী সাদীর আসাফ।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, নির্বাচন কর্মকর্তা মোঃ বেলাল মেহেদী, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ।
পরে বিদায়ী চেয়ারম্যান ক্যানন চাকমাকে ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাপানি বিজয় দেওয়ানকে নব নির্বাচিত চেয়ারম্যান ইমন চাকমা ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় প্রান্তিক জনগোষ্ঠীদের নিরাপত্তা ও আপদে বিপদে, উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান বিদায়ী চেয়ারম্যান ক্যানন চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।