তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাঙামাটিতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।
সোমবার সকালে নিউ মার্কেটের আশিকা কনভেনশন সেন্টারে বেসরকারী স্থানীয় এনজিও আশিকার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( ডিডিএলজি) উপ পরিচালক স্থানীয় সরকার মোঃ আল মামুন মিয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, অনুষ্ঠানের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন অ্যাডভোকেট কক্সী তালুকদার ও উপস্থাপনস করেন রাজর্ষী চাকমা।
প্রধান অতিথি বলেন, সরকারের জবাবদিহিতা ও জনগনের জানার অধিকারের নামই হলো তথ্য অধিকার আইন। সরকার তথ্য অধিকার আইনের তথ্য চাওয়া ও তথ্য পাওয়ার অধিকার দিয়েছেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ঢাকা থেকে উপস্থিত আছেন মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে রাঙামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।