রাঙামাটির কাপ্তাইয়ে বুধবার (১১ অক্টোবর) হতে “যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শুরু হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার কর্তৃক বাস্তবায়নাধীন “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ”( OLHF) প্রকল্পের আওতায় প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ২০ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা অংশ নিচ্ছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক বিকাশ চাকমা, হিল ফ্লাওয়ার এর প্রকল্প সমন্বয়কারী হিলারী ত্রিপুরা প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগ্যা এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত বক্তব্য রাখেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সৌরীন্দ্র বড়ুয়া।