রাঙামাটির বনরুপার জেবি স’মিল সড়কে পৌরসভার ড্রেন নির্মান ও সড়ক সংষ্কারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে দ্রুততার সাথে কাজ শুরু করার জন্য ঠিকাদারকে তাগিদ দিয়েছেন রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম সরওয়ার । পরিদর্শনকালে তিনি বলেছেন এলাকার উন্নয়নে কোন প্রকার বাধা সৃষ্টি করা কাউকে ছাড় দেয়া হবে না। সে যত শক্তিশালী হউক সরকারী কাজে বাধা প্রদানকারী হিসেবে চিহিৃত হবে। সরকারীকাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সুত্রে জানা যায়, বনরুপা এলাকার স্থানীয়রা দীর্ঘদিন যাবত জেবি স’মিল হয়ে লেকাস পাবলিক স্কুল সংযোগ সড়কের পাশে আরসিসি ড্রেন-সহ ফুটপাত নির্মাণ ও সড়ক সংস্কার করার জন্য রাঙামাটি পৌরসভার নিকট আবেদন জানিয়ে আসছিলো। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ উক্ত সড়কের সংষ্কার এবং আরসিসি ড্রেন নির্মান করার জন্য দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ করেন। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করতে আসলে জেবি স’মিলের মালিক আব্দুল হাকিম ও তার লোকজন কাজ করতে বাধা সৃষ্টি করে। এতে ঠিকাদার বেকায়দায় পড়ে যান।
বিষয়টি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম সরওয়ার, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রবীর দাশসহ পৌরসভার একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকাল সারে এগারটায় ঘটনাস্থল বনরুপা জেবি স’মিল এলাকা সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এলাকার স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তারা ড্রেন ও রাস্তা নির্মান কাজের লে আউট দিয়ে দ্রুততার সাথে কাজ শুরু করার জন্য ঠিকাদারকে তাগিদ দেন। এসময় জেবি স’মিলের মালিকের জামাতা জানে আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশল শাখার কর্মকর্তাদের এই মুহুর্তে কাজ শুরু না করার জন্য বললে এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম সরওয়ার সরকারী কাজে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালে এবং কাজ শুরু করার বিষয়ে অনড় থাকলে জানে আলম ঘটনাস্থল ত্যাগ করেন।
উক্ত কাজের ঠিকাদার মোঃ কামাল উদ্দিন জানান এ কাজের কার্যাদেশের মেয়াদও প্রায় শেষ হয়ে আসছে। তিনি অভিযোগ করেন জেবি স’মিলের মালিক আব্দুল হাকিমের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন বাবু ও তাদের লোকজন কাজের স্থলে নানাভাবে বাধা সৃষ্টি করছেন, যার ফলে নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। আজ পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বুঝিয়ে দেয়ায় খুব দ্রুত সময়ে কাজ শুরু করা হবে।
স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের বনরূপা আলিফ মার্কেট সংলগ্ন জেবি স’মিল সড়কে আরসিসি ড্রেন, স্লাব নির্মাণ এবং সড়ক সংস্কার না করার ফলে দীর্ঘদিন যাবত এ সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পথচারীদের চলাচল বিপযস্ত, নোংরা পানি ও কাদামাটির কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, বাজার ও স্কুল-কলেজগামী সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে রাঙামাটি পৌরসভা এ সড়কটি সংষ্কার ও আরসিসি ড্রেন নির্মানের প্রকল্প গ্রহন করে।


















