সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বক্সার সুর কৃষ্ণকে সেনাবাহিনীর সংবর্ধনা

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
অক্টোবর ২৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট ২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে জুরাছড়ি জোনের অদ্বিতীয় দুই এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে বনযোগীছড়া জোন সদর দপ্তরের হেলিক্যাপ্টার মাঠে এই সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
সংবর্ধনার একপর্যায়ে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা সংবর্ধিত হওয়ায় তিনি জোন অধিনায়ক তথা অদ্বিতীয় দুই সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বলেন, দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতেও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সুর কৃষ্ণ চাকমা এখন শুধুই পাহাড়ের নয়, সে এখন দেশের উজ্জ্বল নক্ষত্র। দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বী কঠিন চীবর দান অনুষ্ঠানের কারণে উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানের বিলম্বিত হচ্ছে। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি সংবর্ধনা অনুষ্ঠানে দ সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এছাড়া তার মা ও বাবাকে জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ সেনা বাহিনী পদস্থ কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুর কৃষ্ণ রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তার মাথা গ্রামে ১৯৯৫ সালে ১২ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন।
সুর কৃষ্ণ চাকমার বয়স যখন ১৩ বছর তখন তার বাবা জ্ঞান চাকমা মারা যান। সুর কৃষ্ণের মা সারনা চাকমা তাকে লালন পালন করেন।
২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হন সুর কৃষ্ণ চাকমা। সেখানে বক্সার হবার সিদ্ধান্ত নেন সুর কৃষ্ণ।
বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে ২০১৮ সালে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ বক্সার আলী জ্যাকোর হাত ধরে তার বক্সিংয়ে যাত্রা শুরু।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট শিরোপা জিতেছেন সুর কৃষ্ণ চাকমা।
পেশাদার বক্সিংয়ে নাম লেখানোর পর এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই অপ্রতিদ্বন্দ্বী রাঙামাটি থেকে উঠে আসা এই বক্সার। নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে ৮ রাউন্ডে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।
এই প্রফেশনাল বক্সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মুছা, লোকমান ও ফজলুল

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির ৩ উপজেলায় ১০২ কেন্দ্রের ৮১টিই ঝুঁকিপূর্ণ ৪১টি দূর্গম কেন্দ্রে ব্যালট যাচ্ছে আজ

৯০ বছরের বাজার ফান্ড ঋণ বন্ধ; ৪০ হাজার ব্যবসায়ীর মাথায় হাত

জুরাছড়ি সামিরা বাজারে আগুনে পুড়েছে ৪ দোকান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ 

রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই শ্রমিক অপহরণ

রামগড় সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

তৃতীয় দফায় সাজেকে তিন দিন পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত

error: Content is protected !!
%d bloggers like this: