ক্রিকেটারদের কনজার্ভেটিভ ও বিভিন্ন সমস্যা কাটাতে স্কুল লেভেল কে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘বয়সভিত্তিক খেলোয়াড় তৈরিতে এই এলাকায় সম্ভাবনা থাকার পরও অবকাঠামোগত কোন সুযোগ সুবিধা নেই। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। ফুটবলে পাহাড়ের নারীরা খুব ভালো করছে। এই ক্ষেত্রে এই অঞ্চলের নারীদের ক্রিকেটে সংযুক্ত করতে স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করেছি। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।’
এসময় জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু শাদাৎ মোঃ সায়েম বলেন, বয়সভিত্তিকদলসহ খেলোয়াড়দের সকল সমস্যা সমাধান ও যে সব দিক নিদের্শনামূলক বক্তব্য দিয়েছেন তাতে রাঙামাটির খেলোয়াড়দের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা।
বিসিবি সম্মানিত পরিচালক আসিফ আকবর ভাই সরেজমিনে রাঙামাটির ক্রীড়াঙ্গন দেখে গেলেন তাই আশা করি তিনি ভালো কিছু করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর আবু শাদাৎ মোঃ সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা।


















