রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ ও জরুরি বাইক সার্ভিস সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলায় ২টি পরিক্ষা কেন্দ্র কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় ও কাচালং দাখিল মাদ্রাসায় পরিক্ষার্থীদের মাঝে এ পরিক্ষা উপকরণ ও জরুরি বাইক সার্ভিস সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: হুমায়ুন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত,কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: নূর কবির,কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী,পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: ইউনুস মানিক, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সহ উপজেলা, পৌর কলেজ ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।
এসময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা দেশের ভবিষ্যৎ। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তোমাদের হাত ধরেই বাস্তবায়িত হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। দেশনায়ক তারেক রহমান মুক্ত চিন্তার এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী। সে লক্ষ্যেই ছাত্রদল ছাত্রসমাজের মাঝে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে।
ছাত্রদলের মহৎ কাজ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরাও এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।