রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়ার কৃতি সন্তান ও প্রতিভাবান অ্যাথলেট মো. কাইফুজ আনামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোন সদরে কাইফুজ আনামের ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দুড়ছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন।
সাম্প্রতিক ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাঙামাটি জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন কাইফুজ আনাম। ৫ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সফলভাবে সব ধাপ অতিক্রম করে তিনি নির্বাচিত হন।
কাইফুজ আনাম দুড়ছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমের দ্বিতীয় ছেলে। মেধাবী এ ক্রীড়াবিদের প্রতি সহযোগিতার অংশ হিসেবে সেনাবাহিনী এগিয়ে এসেছে বলে জানান- জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ। তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় মেধাবী খেলোয়াড়দের পাশে থাকে। ভবিষ্যতে যদি কাইফুজ আনাম সেনাবাহিনীতে যোগ দিতে চান তবে তার জন্য সেনাবাহিনীর দরজা সবসময় খোলা থাকবে।
এসময় কাইফুজ আনামের বিষয়টি নজরে আনার জন্য বাঘাইছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জোন কমান্ডার।