স্বামী-স্ত্রীর ঝগড়া, কথা কাটাকাটি থেকে ধ্বস্তাধস্তি। এক পর্যায়ে স্বামীর বেধড়ক মারধরের পর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাঙ্গামাটির কাউখালীর এক গৃহবধূ। ৭ ডিসেম্বর মধ্য রাতে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপনালা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
নিহত শিবলী আক্তার (২৫) চট্টগ্রাম রাউজান উত্তর হিঙ্গলার প্রবাসী মোঃ আবু তাহেরের মেয়ে। তার সাফিন নামে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শিবলীর স্বামীর নাম সফিকুল ইসলাম (৩৮)। সে বেতবুনিয়া সাপনালা পাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে।
কাউখালী থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, ৬ ডিসেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। এসময় উত্তেজিত হয়ে তার স্বামী সফিকুল ইসলাম স্ত্রী শিবলী আক্তারকে বেধড়ক মারধর করে। ঐ দিন রাতে শিবলী আক্তার স্বামীর সাথে অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়ে।
মধ্যরাতে তাকে অচেতন অবস্থায় প্রথমে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। ৭ ডিসেম্বর শিবলী আক্তার মৃত্যুবরণ করে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। মৃতের শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে নিহত শিবলী আক্তারের মা পারভিন আক্তার বাদী হয়ে নিহতের স্বামী সফিকুল ইসলাম পারভেজ ও তার ভাই মোঃ পিয়াসকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১( গ)/৩০ ও পেনাল কোড ৩০৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে।


















