রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট শুকনোছড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পরিস্কার পরিচ্ছন্না অভিযান করেছে।
আজ বুধবার দুপুর ১২টার সময়ে বাঘাইহাট শুকনোছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৭০/৮০ জনের ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে।
এবং পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্তিত থাকেন শুকনোছড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিন চাকমা সহকারি শিক্ষক এলন চাকমা, শুপক্তা ও বিশাকা চাকমা উপস্তিত থাকেন।
এলিন চাকমা বলেন প্লাষ্টিক ও বিস্কুটের পলিথিন সেগুন গাছের চেয়ে মারাত্নক ক্ষতিকারক ভাবে মাঠি ক্ষতি করে। য়ার ফলে শাক সবজিও বিভিন্ন ফলজ বাগানের এটি প্রভাব পরে।
তিনি বলেন এটি একা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় য়ার যে স্হান থেকে দোকানে রাষ্টাঘাটে পরে থাকা প্লাষ্টিকের বোটলও পলিথিন একটি নির্দিত স্হানে পেলে পুরিয়ে পেলার আহবান জানান।