জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ৪ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘Biodiversity Ecosystem Restoration for Community Resilience’ শীর্ষক প্রকল্পের আওতায় Global Affairs Canada-এর অর্থায়ন এবং UNDP-এর কারিগরি সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
আজ রবিবার (২৫ আগস্ট) মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় তিনি স্থানীয় জনগণের হাতে প্রতীকীভাবে চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি রুমানা আরা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান,৪নং মাইসছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সাজাই মারমা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা, চিংথৈই মারমা,ঐশিক ত্রিপুরা সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বন-নির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
প্রকল্প সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার ৭টি পাড়া বনের জনগোষ্ঠী এবং দুটি উচ্চ বিদ্যালয়কে এই চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের বনজ, ফলজ ও ঔষধি গাছ, যার সংখ্যা প্রায় ৪ হাজার।
প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা জানান, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে সম্পৃক্ত করার কাজ চলছে।
কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, বিতরণকৃত চারা রোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রকল্পের লক্ষ্য সঠিকভাবে বাস্তবায়ন হয়।