রাঙামাটির কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ওয়াগ্গাছড়া টি বাগানের অফিস চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদৎ হোসেন উক্ত মহড়া পরিচালনা করেন। এসময় চা বাগানে দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারি এবং চা বাগানের শ্রমিকদের আগুন লাগলে প্রাথমিক ভাবে কিভাবে নেভানো যায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে কিভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া যায় সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার এবং এলপিজি গ্যাসের আগুন নেভানো ও উদ্ধার কলাকৌশল অনুশীলন করানো হয়।
মহড়া পরিদর্শনকালে এসময় ওয়াগ্গাছড়া টি বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ বাগানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


















