মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বেতছড়ি এলাকার শ্বশুর বাড়িতে দিপু দেওয়ান(২৮) নামে এক যুবক মারা গিয়েছে।
শনিবার রাতে এই ঘটনা ঘটে। সে খাগড়াছড়ি জেলার নানিয়ারচর উপজেলার সিমান্ত এলাকা মহালছড়ি উপজেলার বাঘমারা গ্রামের মন্টুম দেওয়ানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তার ভাইয়ের ছেলে কফেল তালুকদার মুঠোফোনে জানান, তার চাচা দিপু দেওয়ান গত কাল রাত দেড়টার দিক রাতের খাবার শেষে ভূল বশত পানি খেতে গিয়ে বোতলে রাখা ক্ষেতে দেয়ার বিষ মিশ্রিত পানি সেবন করে।
পরে তাকে নানিয়ারচর সদর হাসপাতালে নিলে অবস্থা সংকটময় দেখলে রাঙামাটি জেলা সদর হাসপাতালে ছাড়পত্র দেয়া হয়। পরে ভোর ৫ টার দিকে সে মারা যায়। লাশ তার নিজ বাড়ি মহালছড়ি বাঘমারায় রয়েছে এবং দাহ ক্রিয়া করার কাজ চলছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নানিয়ারচর থানার (এস আই) মোঃ- আরিফুল ইসলাম জানান, গেল রতের ঘটনাটির বিষয়ে আমরা তদন্তে এসেছি।
এ কর্মকর্তা বলেন, স্থানীয়দের থেকে জানতে পারি দিপু দেওয়ান তার পেশাগত কাজ নদীতে মাছ ধরার উদ্দেশ্য তার শশুর বাড়ি এসেছিল। পরে গেল রাতে পানি খেতে গিয়ে পাখি মারা বিষ মিশ্রিত পানি খেয়ে ফেলে এবং মারা যায়।
নানিয়ারচর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে নানিয়ারচর থানায় মামলা করা হয়নি। তদন্তের লক্ষ্য পুলিশ সেখানে গিয়েছে।