খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গুইমারা থানার ওসি আরিফুল আমীন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) আজ এই স্বীকৃতির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানুয়ারি-২০২৪ মাসের খাগড়াছড়ি জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এ স্বীকৃতি দেয়া হয়েছে।
এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।
ওসি আরিফুল আমীন বলেন, ‘স্বীকৃতি কাজের স্পৃহা ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো,মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি’।