নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা মিলনায়তন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সকল নেতা কর্মীদের নিজ নিজ জায়গা থেকে ধান এর শীর্ষ এর পক্ষে কাজ করার জন্য আহবান করেন। সভা সঞ্চালনা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সি:যুগ্ন সম্পাদক, আলী বাবর, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।নানিয়ারচর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. এজাজ নবীরেজা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. নুরুল ইসলামসহ নানিয়ারচর উপজেলা বিএনপির ওর্য়াড কমিটি সহ সকল স্তরের নেতা কর্মী উপস্থিতি ছিলেন।