মঙ্গলবার, মার্চ ২১News That Matters

বাঘাইছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেয়ার করুন:

 

“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে রাঙামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২২

শনিবার রাত ৯ ঘটিকায় আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে, জমকালো আয়োজনে পশ্চিম মুসলিম ব্লক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায়, পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ গিয়াস কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ২ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বুলু সহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময়ে বক্তারা বলেন, এরকম খেলা প্রথম বার দেখলাম আর বাঘাইছড়ি উপজেলাতে প্রথম বারের মতো আয়োজন হয়েছে, যারা খেলাটি আয়োজন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, তাছাড়া খেলাধুলায় যুব সমাজকে মাদক থেকে বিরত রাখে, তাই খেলাধুলার কোন বিকল্প নেই। ভবিষ্যতে এরকম আরো খেলার আয়োজন হবে বলে আমরা আশাবাদী।

উক্ত টুর্নামেন্টে উপজেলার মোট ২৩ টি দল বা ক্লাব অংগ্রহণ করে, মরহুম হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ বনাম মারিশ্যা নুর ট্রেডার্স এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মরহুম হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ ২-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *