নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপনে গনতান্ত্রিক বাজেট আন্দোলনে শীর্ষক ক্যাসকেইড ট্রেইনিং কর্মশালা অনুষ্টিত হয়েছে রাঙামাটিতে।
শনিবার সকালে শাইনিং হিল ও গনতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলা কমিটির আয়োজনে টংগ্যা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
এ সময় বক্তারা বাজেট প্রনয়নের সময় পার্বত্য চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সরকারে কাছে দাবী জানান। বক্তারা বলেন, অতীতের সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে দুরদর্শীতার অভাবে অনেক প্রকল্প আলোর মুখ দেখেনি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অনেক সেতু কালভার্ট জনগণের উপকারে আসেনি। দেখা গেছে কালভার্ট হয়েছে রাস্তা করা হয়নি। কর্মশালায় বক্তারা রাঙামাটিতে গ্যাস সরবরাহ, রেললাইন সম্প্রসারণ, বিমাণবন্দর নির্মাণের জন্য সরকারের বিশেষ বাজেট বরাদ্ধ রাখার আহবান জানান।
উক্ত কর্মশালায় শাইনিং হিল এর নির্বাহী পরিচালক ও গনতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বাবু, আজকের পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কর্মশালায় স্থানীয় পেশাজীবি, শিক্ষার্থীরা ও সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।