রাঙামাটি জেলা বিএনপির নির্দেশনা ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায়, খেদারমারা ইউনিয়ন বিএনপি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
শুক্রবার বিকেল ৪টায় দুরছড়ি বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়। ত্রাণের পুরো ব্যয়ভার বহন করে খেদারমারা ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সবুর, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা, ছাত্র বিষয়ক সম্পাদক আজগর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাম সওদাগরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আকস্মিক বন্যা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য এই সহায়তা প্রদান করা হয়েছে।