২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে রাঙামাটিতে।
সকাল ৫ টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ অন্যান্যরা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে রবিবার রাঙামাটি শহরের চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার আবু মীর তৌহিদ। এ সময় জেলা মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
পরে সকাল ১০ টায় রাঙামাটি শিল্পকলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠিত হয়।