প্রতি বুধবার সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত এই এলাকার গরিব অসহায় মানুষের জমিজামা,অসুখ বিসুখ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন কথাবার্তা সরাসরি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বুধবার ১০ আগষ্ট ২০২২ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশগ্রহণ করেন, জেলার সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পেশার মানুষ। কেউ এসেছেন জমি বিরোধ সমস্যা নিয়ে। কেউ এসেছেন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেতে। আবার কেউ এসেছেন জমিজামা সংক্রান্ত বিচার নিয়ে।
জেলা প্রশাসক বলেন, প্রতি বুধবার গরিব অসহায়দের বিনামূল্যে ওষধ প্রদান, নগদ অর্থ সহায়তা প্রদান, বিভিন্ন মামলা মোকাদ্দমার সমাধান ও বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনেকে আসেন ওষধ কিনে ক্ষেতে পারেনা আবার অনেকে আর্থিক সহায়তা চান। এসব সমস্যা সমাধানের চেষ্টা করি। এক কথায় সাধারণ মানুষের পাশে থাকা। সরকার সর্বদা গরিব দুঃখী মানুষের পাশে আছে আগামীতে ও থাকবে।
সেবা গ্রহিতারা বলেন, রাঙামাটির জেলা প্রশাসক স্থানীয় গরিব অসহায় মানুষের পাশে থেকে সর্বদা সাহায্য সহযোগিতা করছেন। এজন্য রাঙামাটির জেলা প্রশাসকের কাছে আমরা চিরকৃতজ্ঞ। গণশুনানিতে এসে আমরা উপকৃত। জেলা প্রশাসক আমাদের জন্য
অনেক আন্তরিক। আমার জেলা প্রশাসকের মঙ্গল কামনা করি। গণশুনানিতে সুবিধা পাচ্ছে এলাকার মানুষ। এমনটি জানিয়েছেন উপকার ভোগিরা।