সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে রামগড় বিজয় ভাষ্কার্য্য থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে রামগড় মূল সড়ক ঘুরে উপজেলা টাউন হলে এসে শেষ হয়। পরে টাউনহলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।শোভাযাত্রার শুরুতে বিজয় ভাষ্কার্যে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
ইউএনওর সভাপতিত্বে অন্যেদের মধ্য আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন সহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের দেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এছাড়া সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতকর্মীর অংশগ্রহনে রামগড় বাজারে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিক হয়েছে।