রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। উপজেলা সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন এবং মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির।
আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাকে ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।