রাঙামাটি ১১ ইবি জোনের আয়োজনে কাউখালী উপজেলার দুর্গম বটতলী ডোবাকাটা এলাকায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।
উপজেলার দুর্গম বটতলী ডোবাকাটা এলাকায় সাধারণ উপজাতিয় জনসাধারণের জন্য এই প্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় ফ্রী চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কাউখালী সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম। এ সময় চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিতসা সেবা প্রদান করেন রাংগামাটি সিএম এইচ এর ডাঃ মেজর সন্জয় কান্ত নাথ,কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাফিস ইমতিয়াজ।
এ সময় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প বটতলী ডোবাকাটা এলাকার সর্বস্তরের সকল লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গগন উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানান এবং ২০০/২৫০ জনের মতো সাধারণ জনগণ কে সেনা জোনের পক্ষ হতে এই ফ্রী চিকিৎসা সেবা প্রদান সহ বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। সেনাবাহিনী পার্বতয় চট্টগ্রামের পিছিয়ে পড়া এই জনঘোস্টিকে এই সেবা অব্যাহত রাখবেন বলে জানান।