কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার এর সহযোগিতায় ডাঃ জাহেদুল ইসলাম রায়হান, ডাঃ এস ইমরানসহ বিশেষজ্ঞ চিকিৎসক চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন।
আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশুসহ প্রায় ৩ শত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের মুক্তি কক্সবাজারের সহায়তায় বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এ সময় জালালাবাদ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ছাড়াও মুক্তি কক্সবাজার এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।