রাঙামাটিতে পথকুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে শহরের বনরুপাস্থ কাঁচা বাজারে অভয়ারণ্য -বাংলাদেশ প্রাণিকল্যাণ সংস্থা এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছেন। এই টিকাদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা।
সংস্থাটি শহরের বিভিন্ন স্থানে পথকুকুরের জলাতঙ্ক টিকাদান প্রদান করা হয়েছে। প্রায় শতাধিক পথকুকুরকে এই টিকা দেওয়া হয়। সম্প্রতি রাঙামাটি শহরের মধ্যে বিভিন্ন বয়সী ৮০জনকে কুকুরে কামড় দিয়ে আহত করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এলাকার সচেতন মহল ও স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, এই পদক্ষেপটি যদি আগে নেওয়া হতো তাহলে এতগুলো মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হতো না। সম্প্রতি বিভিন্ন বয়সী লোকজনদের কুকুরে কামড় দিয়ে আহত করেছে। জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা যৌথ উদ্যোগে পথকুকুরের টিকাদান কর্মসূচি প্রদান করেছে তা পৌরবাসীর জন্য চমৎকার ঘয়েছে।