অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষি অফিস কর্তৃক ৫৩ জন কৃষক-কৃষানীর মাঝে কৃষি উপকরণ, বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
৩০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৪ ইউনিয়নের ১২টি বক্লের মোট ৫৩ কৃষক-কৃষাণীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসিনুর রহমান এবং সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান জানান, কৃষকদের জন্য সার, বীজ, বেড়ার দেওয়া নেট , বীজ সংরক্ষণ পাত্র, ঝর্ণা, বিভিন্ন রকমের সবজির বীজ, লেবু, মাল্টা আম ও পেয়ারার চারা ইত্যাদি বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অনাবাদি পতিত জমি এবং বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ার মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করা। এরই অংশ হিসেবে আজকে উপজেলার ৪ টি ইউনিয়নের ১২ টি কৃষি ব্লকের ৫৩ জন কৃষকদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।