রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএসটিআই অনুমোদন বিহীন আইস ললি জব্দ করছেন বাঘাইছড়ি উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর সালমা আক্তার।
মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় বাঘাইছড়ি উপজেলা সদরে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থেকে জীপগাড়ি যোগে বিএসটিআই অনুমোদন বিহিন আইস ললি বিক্রি করতে আনা হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্যানেটারি ইন্সপেক্টর সালমা আক্তার ফেভারিটা কোম্পানি নামে অবৈধ বিএসটিআই অনুমোদন বিহিন ৩ কাটন আইস ললি জদ্ধ করে ধ্বংস করেন। এবং বিএসটিআই অনুমোদন বিহীন কোন মাল বিক্রি না করতে সর্তক করা হয়, একইসাথে পরবর্তীতে যদি বিএসটিআই অনুমোদন বিহীন এসব মাল বিক্রি করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান। স্যানেটারি ইন্সপেক্টর এসময় বাঘাইছড়ি উপজেলা ব্যবসায়ীদের প্রতি এইসব মাল বিক্রি না করতে নিষেধ করেন। আইস ললি আইসবার গুলো শিশুরা খেয়ে অসুস্থ হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে। তাই এইসব মাল গুলাে বিক্রি করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের অনুরোধ করেন।