নিলিয়ান বম, রুমা, বান্দরবান
বান্দরবান রুমা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দিন ব্যাপি কৃষক দের প্রশিক্ষন আয়োজন করা হয়। এতে রুমা উপজেলায় বিভিন্ন গ্রাম থেকে ৬০জন নারী পুরুষ মোট ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষ রুমা উপজেলায় কৃষি সম্প্রসারণ উদ্যোগে কৃষক মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। দুপুর এক ঘটিকায় সময়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়ছে।
বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম।
সভাপতিত্ব করেন করনে রুমা উপজেলা কৃষি বিভাগের র্কমর্কতা সাবাব ফারহান।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার রুমা উপজেলা সদরে বগামুখ পাড়া ও খুলেন পাড়ার ১০জন কৃষকের মাঝে প্রতিজনকে উফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি করে এমপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এমএম শাহনেওয়াজ, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো ও রুমা উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ মিয়া প্রমূখ।