রাঙামাটি আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও চড়ুইভাতি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি ডিসি বাংলো পলওয়েল পার্কে দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক উরফিতা তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. হাবীব আজম ফিতা কেটে দিনের উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রাঙামাটি আইটি স্কুল শুধু আইটি শিক্ষায় নয়, সাংস্কৃতিক ও শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আরো নানা সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। আমরা চাই এই অঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক ও সৃজনশীলতায় এগিয়ে যাক।”
অভিভাবকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ দিন। সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মনোভাব তাদের সাফল্যের মূল হাতিয়ার।”
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড় প্রতিযোগিতা সহ নানা রকমের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে আনন্দঘন চড়ুইভাতি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের হাসি-আনন্দে উৎসবমুখর এক পরিবেশ সৃষ্টি হয়।


















