শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড় কেটে রামগড় স্থলবন্দরের জমি ভরাটের অভিযোগে তদন্ত টিমের পরিদর্শন ও নমূনা সংগ্রহ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ১০, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান পাহাড় কাটার অভিযোগ ও রামগড় স্থলবন্দরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাটের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছে সরকারের গঠিত উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত টিম। জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত তদন্ত টিম রামগড় স্থলবন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরিদর্শনকালে তদন্ত টিম পাহাড় কাটার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি, ভূমি ধসের ঝুঁকি এবং সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখে।

বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত টিম এই পরিদর্শন কার্যক্রম করেন। এসময় তদন্ত টিম সংশ্লিষ্ট এলাকাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাহাড় কাটার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের (উন্নয়ন) যুগ্ম সচিব এইচ এম মনিরুজ্জামান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের (বাস্থবক শাখা) সিনিয়র সহকারী সচিব ও তদন্ত টিমের সদস্য সচিব রাসনা শারমিন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীমসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি ও স্থলবন্দরের উন্নয়ন কাজের নামে ভরাট করা হচ্ছে—এমন অভিযোগ উঠে আসছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধসের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

তদন্ত টিম সংশ্লিষ্ট এলাকার বাস্তব চিত্র পর্যালোচনা শেষে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবে বলে জানা গেছে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে রামগড় স্থল বন্দরের নির্মাণ কাজের জন্য পাহাড়ের মাটি কেটে ভরাট করার বিষয়ে প্রচারিত সংবাদের বিষয় ও বন্দর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।

প্রসঙ্গত, গত বুধবার একটি জাতীয় দৈনিক পত্রিকায়  এ সংক্রান্ত বিষয়ে লিড নিউজ প্রকাশিত হলে অভিযোগ তদন্তের নির্দেশ দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: