একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এ ফল প্রকাশ করা হয়।
এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রবিবার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। প্রথম পর্যায়ের আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।